Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইতিহাস গড়লেন ইমরান খান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ১৫:০১

ইতিহাস গড়লেন ইমরান খান

ইমরান খান। ফাইল ছবি

একাই ছয় আসনে জিতে ইতিহাস গড়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

গতকাল রবিবার (১৬ অক্টোবর) পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) ছয় আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এআরআই জানিয়েছে, রবিবার নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফলে এমন চমক দেখান ইমরান খান। এরমধ্য দিয়ে ইমরান খান ইতিহাস গড়েছেন বলেও প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যমটি।

পেশাওয়ার, মার্দান, চারসাদ্দা, ফয়সালাবাদ, করাচি ও নানকানা সাহিবে উপনির্বাচনে জয়ী হন পিটিআই চেয়ারম্যান। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, মোট আটটি আসনে নির্বাচন করেছিলেন ইমরান খান। এর মধ্যে ছয়টিতেই জয়ী হয়েছেন তিনি।

অনানুষ্ঠানিক ফলাফলে বলা হয়েছে, পিটিআই এনএ-৩১ পেশাওয়ার, এনএ-২২ মার্দান, এনএ-২৪ চারসাদ্দা, এনএ-১০৮ ফয়সালাবাদ, করাচির এনএ-২৩৯ কোরাঙ্গি ও এনএ-১১৮ নানকানা সাহিব-২ এ জয়ী হয়েছেন ইমরান খান। এসব আসনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পরাজিত করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫