Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের সহযোগী ব্যাননের চার মাসের জেল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১১:১৯

ট্রাম্পের সহযোগী ব্যাননের চার মাসের জেল

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সাবেক সহযোগী স্টিভ ব্যানন। ছবি: এপি

কংগ্রেসের অবমাননার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক সহযোগী স্টিভ ব্যাননকে চার মাসের কারাদণ্ড প্রদান করেছেন তদন্তকারী কংগ্রেস কমিটি। একইসাথে ডোনাল্ড ট্রাম্পের জবানবন্দির গ্রহণের নির্দেশ দিয়েছেন তদন্তকারী কংগ্রেস কমিটি।

মূলত, ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলার তদন্তে কংগ্রেসকে সহযোগিতা না করায় তিনি এই সাজা পেয়েছেন। 

ট্রাম্প গত মার্কিন নির্বাচনে হেরে যাওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা ফলাফল চূড়ান্ত করার প্রক্রিয়া চলার সময় কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা চালায়। এর পেছনে ট্রাম্পের উস্কানি ছিল বলে অভিযোগ রয়েছে। 

৬৮ বছর বয়সী ব্যাননকে জুলাই মাসে দুটি কারণে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কংগ্রেস ভবনে ২০২১ সালের জানুয়ারি মাসের দাঙ্গা তদন্তকারী কমিটির কাছে সাক্ষ্য বা নথি কোনোটাই দিতে রাজি হননি তিনি। কারাদণ্ড ছাড়াও ব্যাননকে সাড়ে ছয় হাজার ডলার জরিমানা দিতে হবে। 

তবে স্টিভ ব্যানন এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বাইডেন প্রশাসনের তীব্র নিন্দা করেছেন। 

৬ জানুয়ারির দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেস কমিটি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছে। তিনি এতে সাড়া দিতে ব্যাননের মতো অস্বীকৃতি জানালে কারাদণ্ডের সম্মুখীন হবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫