Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আগামী সপ্তাহে বিশ্ব জনসংখ্যা হবে ৮০০ কোটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১৬:১৪

আগামী সপ্তাহে বিশ্ব জনসংখ্যা হবে ৮০০ কোটি

জনসংখ্যা বৃদ্ধি। প্রতীকী ছবি

মঙ্গলবার বিশ্বে জনসংখ্যা ৮০০ কোটিতে পৌঁছাবে বলে জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের জনসংখ্যা ১০০ কোটি থেকে ২০০ কোটি হতে লেগেছে ১২৫ বছর। আর এই জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটি হতে সময় লেগেছে মাত্র ১২ বছরে।

জাতিসংঘের ধারণা অনুযায়ী ২০৩৭ সালের মধ্যে ৯০০ কোটি এবং ২০৫৮ সালের মধ্যে ১ হাজার কোটির মাইলফলকে পৌঁছাতে পারে। যা থেকে ধারণা করা হচ্ছে  বিশ্ব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধির হার ধীর হয়ে যাচ্ছে।

জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, বৈশ্বিক মন্দার মাঝে জনসংখ্যা বৃদ্ধি দুশ্চিন্তার হলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়াই মঙ্গলজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জনসংখ্যা দ্রুত বাড়ছে বলে মনে হলেও এর হার আসলে কমছে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী এ বছরই চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে ভারত। আর ইউএনডিইএসএ এর জনসংখ্যা বিভাগ বলছে, চীনের ১৪০ কোটি জনসংখ্যা কমতে কমতে ২০৫০ সালের মধ্যে ১৩০ কোটিতে নেমে আসতে পারে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ‘মানুষের সংখ্যা বৃদ্ধি হওয়াটা অস্বাভাবিক নয়। মানুষের সংখ্যায় অত মনোযোগী না হয়ে মনোযোগটা দেওয়া দরকার মানুষের ওপর।’ তিনি মনে করেন, ‘যে পৃথিবী গড়ে উঠছে সেখানে ৮০০ কোটি মানুষ মানে ৮০০ কোটি সুযোগ তৈরির সম্ভানা, যারা মর্যাদার সঙ্গে পরিপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।’

১৯৯৪ সালে বৈশ্বিক জনসংখ্যা ছিল কেবল ৫৫০ কোটি। তখন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে জানিয়েছিলেন, পৃথিবীর আদর্শ জনসংখ্যা হলো ১৫০ থেকে ২০০ কোটি। তাহলে কি আমাদের পৃথিবী ইতোমধ্যে অতিরিক্ত জনসংখ্যার ভার বহন করছে?

তবে যতই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা হোক না কেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের পৃথিবীতে মানুষের সংখ্যা কেবল বাড়তেই থাকবে। এ প্রবৃদ্ধি থামানো সম্ভব হবে না। ২০১৪ সালের একটি গবেষণায় দেখা গেছে কোনো বৈশ্বিক দুর্ঘটনা, মহামারি, ভয়ংকর বিশ্বযুদ্ধ, এমনকি পৃথিবীর প্রতিটি দেশে এক-সন্তান নীতি গ্রহণ করা হলেও আগামী ২১০০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ১০০০ কোটি পার হয়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫