Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ১৫:১৩

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় পাঁচ দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) দেশটির পশ্চিম জাভা প্রদেশে আঘাত হানে ওই ভূমিকম্প। 

স্থানীয় একজন কর্মকর্তার বরাত দিয়ে দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পশ্চিম জাভার চিয়ানজুরের ওই কর্মকর্তা হারমান সুহারমান বলেছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা তিনি মেট্রো টিভিকে বলেন, ওই এলাকার একটি হাসপাতালে ২০ জনের মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ওই ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটির তীব্রতা এত বেশি ছিল যে, এর প্রভাবে রাজধানী জাকার্তায় কয়েক সেকেন্ডে কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের কারণে পশ্চিম জাভায় ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার অফিসের সিলিং ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫