ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২২, ২৩:০২

ভূমিকম্পে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জনে। এছাড়া আহত হয়েছেন আরো ৭ শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল।
আজ সোমবার (২১ নভেম্বর) দেশটির মূল দ্বীপ পশ্চিম জাভা অঙ্গরাজ্যে এই ভূমিকম্প আঘাত হানে। এতে ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, পশ্চিম জাভার সিয়ানজুর অঞ্চল ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রাজধানী জাকার্তায়ও এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।
ভূমিকম্পে সিয়ানজুর শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পরপরই সেখানকার স্থানীয় প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান স্থানীয় কমপাস টিভিকে বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, ৪৬ জন নিহত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে হতাহত ব্যক্তিদের নিয়ে আসা হচ্ছে।
তিনি আরো বলেন, আহত ব্যক্তিদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।
সিয়ানজুর শহরের স্থানীয় প্রশাসনের মুখপাত্র আদম এএফপিকে বলেন, ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, শহরের বাইরে গ্রামবাসীর অনেকে এখনো ধসে পড়া বাড়িঘরে আটকা পড়ে থাকতে পারেন।
এদিকে পশ্চিম জাভার গভর্নর কামিল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ১৩ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি বলেছেন, ২২০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে নিহত ১৬২ জনের মধ্যে বেশিরভােই শিশু। অনেকেই সরকারি স্কুলের শিক্ষার্থী। তারা নিয়মিত ক্লাস শেষ করে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস করছিল।