Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নয় দিনে পুলিশকে ২ হাজার কল দিয়ে গালিগালাজ, বৃদ্ধ গ্রেপ্তার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ২১:৩৫

নয় দিনে পুলিশকে ২ হাজার কল দিয়ে গালিগালাজ, বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি

জাপানে নয় দিনে পুলিশকে ২ হাজার কল দিয়ে পুলিশকে গালিগালাজ করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের সাইতামা শহরে বসবাস ৬৭ বছর বয়সী ওই ব্যক্তির।

প্রতিবেদনে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি প্রিফেকচারাল পুলিশ হেডকোয়ার্টারে পুলিশকে ২০৬০ বার কল দেন। এই কয়েকদিনে প্রতি ছয় মিনিটে গড়ে একটি করে ফোন করেন তিনি। ৯ দিনের ব্যবধানে মোট টকটাইম ছিল প্রায় ২৭ ঘণ্টা।

কল দিয়ে তিনি পুলিশকে বলেন, ‘তাদের বরখাস্ত করা উচিত।’

এছাড়া পুলিশকে ‘ট্যাক্স চোর’ ও ‘বোকা গাধা’ বলেও গালি দেন।

২৮ নভেম্বর গ্রেপ্তারের আগে তিনি বলেন, ‘আমি জানতাম পুলিশ একদিন আমার জন্য আসবে।’

তবে কি কারণে বা কেনো ওই বৃদ্ধ এমন কাণ্ড ঘটিয়েছেন সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫