Logo
×

Follow Us

আন্তর্জাতিক

এপনিকের দাফতরিক ভাষায় যুক্ত হলো বাংলা

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৩:১৬

এপনিকের দাফতরিক ভাষায় যুক্ত হলো বাংলা

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) দাফতরিক ভাষা হিসেবে যুক্ত হয়েছে বাংলা। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয় এপনিক। সংগঠনটির ৪৯তম সম্মেলনের সমাপনী দিনে বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা আসে।

এর আগে এপনিকের বার্ষিক সাধারণ সভায় এপনিক এনআরও-এএনসি ও ফাইবার অ্যাট হোমের ডিজিএম সাইমন বাড়ৈ এপনিকের নির্বাহী কমিটির কাছে বাংলাকে দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার আহ্বান জানান। ওই সাধারণ সভাতেই এপনিকের নির্বাহী কমিটির চেয়ার গৌরব রাজ উপাধ্যায় এ ঘোষণা দেন।

এপনিকের যোগাযোগ ব্যবস্থাপক সিয়েনা পেরি সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষ বাংলা ভাষা অন্তর্ভুক্তির প্রস্তাব পেয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এটা অন্তর্ভুক্ত করা হবে।

গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে বসে এপনিকের সম্মেলন। পাশাপাশি শুরু হয় এশিয়া প্যাসিফিক ইন্টারনেট কনফারেন্স অন অপারেশনাল টেকনোলজি- ২০২০ (অ্যাপ্রিকট)। সম্মেলনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এপনিকের বার্ষিক সাধারণ সভা। এদিন সংগঠনটির পরবর্তী কমিটির ঘোষণাও আসে।

এপনিকের ৫০তম সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর ২০২২ সালের এপনিক অনুষ্ঠিত হবে জাপানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫