Logo
×

Follow Us

আন্তর্জাতিক

শৌচাগারে হারানো বাগদানের আংটির সন্ধান মিলল ২১ বছর পর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ২২:৫৮

শৌচাগারে হারানো বাগদানের আংটির সন্ধান মিলল ২১ বছর পর

ছবি: সংগৃহীত

২১ বছর আগে বাগদানের প্রাক্কালে শৌচাগারে হারিয়ে যাওয়া আংটি খুঁজে পেয়েছেন মার্কিন দম্পতি ডে নিক ও শায়না ডে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২১ বছর আগে ফ্লোরিডায় নিকের বাবা-মায়ের বাসার টয়লেটের কমোডে বাগদানের আংটি হারিয়েছিলেন শায়না। ওই সময় থেকে আংটিটি খোঁজার জন্য বহু চেষ্টা করা হয়। এমনকি সেপটিক ট্যাঙ্কেও খোঁজা হয়েছিল। কিন্তু সন্ধান মেলেনি।

গত মাসে তাদের কমোডটি পরিবর্তনের জন্য নিকের বাবা-মা একজন পাইপ সারাইয়ের মিস্ত্রি ডেকে আনেন। এ সময় পাওয়া যায় হারিয়ে যাওয়া সেই আংটি। পরে এটি ক্রিসমাস ডেতে পাঠানো হয় নিক-শায়না দম্পতির কাছে।

নিক বলেন, তারা শেষ পর্যন্ত এটি বের করে এনেছেন। এটি ছোট্ট একটি ক্রিসমাস ব্যাগে মোড়ানো ছিল এবং আমরা খুললাম। এরপর আমরা উভয়েই দেখে বুঝতে পেরেছি, এটি আসলে কী! এতে আমরা দুজনেই ভীষণ উচ্ছ্বাসিত এ অভিজ্ঞতা থেকে তাদের ভালো একটি শিক্ষা হয়েছে বলে জানান নিক।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫