সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ২০:১৬

চীনের সাংহাই হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: এএফপি
চীনের কোভিড-১৯ বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য ডা. চেন এরজেন বলেছেন, দেশটির মেগাসিটি সাংহাইয়ের ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারে।
আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সাংহাইয়ের দাজিংডং স্টুডিওতে চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম মুখপত্র পিপলস ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ডা. চেন বলেন, ‘সাংহাইয়ে মহামারির মতো করোনা ছড়িয়ে পড়ছে। আমাদের ধারণা, শহরের অন্তত ৭০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে। ২০২২ সালের মার্চ-এপ্রিলের তুলনায় এ হার ২০ থেকে ৩০ গুণ বেশি।’
সাংহাইয়ে বর্তমানে আড়াই কোটি মানুষ বসবাস করেন। সাংহাইয়ে গত বছর মার্চের দিকে করোনার ছড়িয়ে পড়ে। তখন ছয় লাখেরও বেশি মানুষ কোভিড আক্রান্ত হন। সংক্রমণের বিস্তার রোধে ২০২২ সালের এপ্রিল মাসে দুই মাসের কঠোর লকডাউন জারি করে চীনা সরকার।
ডা. শেন এরঝেন বলেন, ‘এখনকার পরিস্থিতি তার চেয়েও কয়েকগুণ বেশি বিপর্যয়কর। গত মার্চ-এপ্রিলের মতো এবারো করোনার ওমিক্রন ধরনের প্রভাবে সংক্রমণ বাড়ছে। ভেরিয়েন্টটি শহর জুড়ে যেভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ফলে ২০২৩ সালের শুরুর দিকে কোভিড সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে।
তিনি আরো বলেন, সাংহাই হাসপাতালে প্রতিদিন এক হাজার ৬০০ জনেরও বেশি রোগী ভর্তি হচ্ছে। তাদের মধ্যে ৮০ শতাংশই কোভিড রোগী। রুইজিন হাসপাতালের কম্পাউন্ডেই প্রতিদিন আসছে হাজারের বেশি অ্যাম্বুলেন্স। জরুরি ভর্তির প্রায় অর্ধেকই ৬৫ বছরের বেশি বয়সী মানুষ।