সোমালিয়ায় দফায় দফায় গাড়ি বোমা হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ১৬:২৫

বোমা হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: এএফপি
সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে আজ বুধবার (৪ জানুয়ারি) দফায় দফায় গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আরো কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান জানান, সন্ত্রাসীরা আজ সকালে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালায়। এখন পর্যন্ত আমরা ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। নিহতদের সবাই বেসামরিক লোক। দুইটি বিস্ফোরণে এরা নিহত হয়েছেন।