Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কাবুলে গাড়ি বিস্ফোরণে ১০ ব্রিটিশ নিরাপত্তারক্ষী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ১৫:৪৩

কাবুলে গাড়ি বিস্ফোরণে ১০ ব্রিটিশ নিরাপত্তারক্ষী নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়ি বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক গাড়ি বিস্ফোরণে অন্তত ১০ ব্রিটিশ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। নিহতরা নিরাপত্তা সংস্থা জি৪এসের সদস্য ছিলেন বলে জানা গেছে। 

গতকাল বুধবার (১৫ জুন) জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটস (আইএস) ওই হামলা চালিয়েছে বলে জানা গেছে। তালেবান নিজেও হামলার কথা স্বীকার করেছে। 

জি৪এসের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, কাবুলে আমাদের একটি ঘাটিকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে সেখানে কতজন ব্রিটিশ নাগরিক হতাহত হয়েছেন সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করতে পারেননি। 

আফগানিস্তানে ব্রিটিশ দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা এই সংস্থার দায়িত্ব।

কাবুলে দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, এই বিষয়ে পুরোপুরি জানতে আমরা আফগান কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে কাজ করছি। 

কাবুলের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই হামলায় অন্তত ১০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। একইসাথে হামলায় আহত ১৯ জনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এর আগে মার্চে কাবুলে জি৪এসের একটি গাড়িতে তালেবানের গাড়ি বোমা হামলায় অন্তত ৩ জন নিহত ও দুইজন আহত হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫