Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মাঙ্কিপক্স নিয়ে ‘জরুরি স্বাস্থ্য অবস্থা’ ঘোষণা ডব্লিউএইচও’র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ২১:০২

মাঙ্কিপক্স নিয়ে ‘জরুরি স্বাস্থ্য অবস্থা’ ঘোষণা ডব্লিউএইচও’র

ফাইল ছবি

মাঙ্কিপক্স নিয়ে বিশ্বব্যাপী ‘জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সতর্কতা ঘোষষা করেছে সংস্থাটি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, যে কোনো স্বাস্থ্য সংকটে এটিই সংস্থাটির জারি করা সবচেয়ে জোরাল সতর্কতা।

এর আগে মাঙ্কিপক্স প্রাদুর্ভাব নিয়ে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ গ্রুপের সদস্যরা।

কিন্তু শনিবার (২৩ জুলাই) রোগটি নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হতে পারে বলে ইঙ্গিত দেন সংস্থাটির মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

সর্বোচ্চ সতর্কতা জারির সিদ্ধান্তটি ডব্লিউএইচও-এর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকের পর নেয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, এ পর্যন্ত ৭৫টি দেশ থেকে ১৬ হাজারেরও বেশি মানুষের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তিনি আরো বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ডব্লিউএইচও-এর এই ধরনের আরো দুটি স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি রয়েছে। যার একটি করোনভাইরাস মহামারী এবং অন্যটি পোলিও নির্মূলের অব্যাহত প্রচেষ্টা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫