Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ২০:০০

বিশ্ববাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম

ফাইল ছবি

সোমবার (৮ আগস্ট) তেলের দাম আরো কমেছে। গত কয়েক মাস ধরে নিম্নমুখী জ্বালানি তেলের দাম। কারণ মন্দার আশঙ্কায় জ্বালানি তেলের চাহিদাও কমে গেছে। তবে চীন ও যুক্তরাষ্ট্র থেকে কিছু ইতিবাচক অর্থনৈতিক ডাটা পাওয়া গেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৪ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৩৮ ডলার। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮৭ দশমিক ৬৩ ডলারে ছিল।

গত সপ্তাহে ব্রেন্টের দাম ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্নে পৌঁছে, যা ১৩ দশমিক ৭ শতাংশ কমেছে। ২০২০ সালের এপ্রিল থেকে এটি সবচেয়ে বড় সাপ্তাহিক ড্রপ। সে সময় ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯ দশমিক ৭ শতাংশ কমে।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল আমদানিকারক চীন। জুলাই মাসে প্রতি দিন ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত ক্রুড আমদানি করেছে দেশটি। যা জুন মাসের চেয়ে বেড়েছে। কিন্তু এখনও গত বছরের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ কম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫