Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ২০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১৬:২০

পাকিস্তানে মিনিবাস খাদে পড়ে নিহত ২০

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বিশ্বের তৃতীয়। সংগৃহীত ছবি

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি মিনিবাস খাদে পড়ে ১১ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে দেশটির সিন্ধ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৮ নভেম্বর) দেশটির পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি ও এনডিটিভি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিন্ধু প্রদেশে হাইওয়রের পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় মিনিবাসটি। চলতি বছরে ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে গিয়েছিল। চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি। মিনিবাসটি খাদের ২৫ ফুট গভীর পড়ে যায়।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মাজারে যাওয়ার সময় বাসটি সিন্ধ প্রদেশের হাইওয়ে সংলগ্ন একটি খাদে পড়ে যায়। চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে না পারায় বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। সম্প্রতি সেখানে বন্যার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাসটির যাত্রীরা একই পরিবারের সদস্য। তারা জিয়ারত করতে একটি মাজারে যাচ্ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫