আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪২ পিএম
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪৪ পিএম
প্রথমবারের মতো শিখ মেয়র পেলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এটি শহরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মেয়র পদে আসীন মিকেই হোতি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিখ সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন। তিনি অঙ্গরাজ্যের লোডি শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন।
ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিকেই হোতির বাবা-মা ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে ভারত থেকে এসে স্থায়ী হন।
উল্লেখ্য, এর আগে হোতিকে মেয়র প্রার্থী হিসেবে বাছাই করেন নবনির্বাচিত কাউন্সিলওম্যান লিসা ক্রেইস। তিনি গত নভেম্বরে মেয়র মার্ক চ্যান্ডেলার্সের আসনে মেয়র হয়েছেন।
হোতি পাঁচটি জেলার কাউন্সিলের প্রতিনিধি করছিলেন। তিনি গত বছর মেয়র চ্যান্ডলার্সের অধীনে সহ-মেয়রের দায়িত্ব পালন করেন।
গত শুক্রবার (২৩ ডিসেম্বর) হোতি এক টুইটে জানান, লোডি শহরের ১১৭তম মেয়রের শপথ নেয়ায় সম্মানিত বোধ করছি।
স্থানীয় পত্রিকা জানায়, আরমস্ট্রং রোডে শিখ মন্দির স্থাপনে তার পরিবারের ভূমিকা রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যুক্তরাষ্ট্র শিখ সম্প্রদায় মিকেই হোতি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh