সিরিয়ার পূর্বাঞ্চলে হামলা, নিহত ১০

সিরিয়ার পূর্বাঞ্চলে এক তেলক্ষেত্রের শ্রমিকবাহী তিনটি বাসকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়ার দেইর এজ্জ জোর প্রদেশের আল তাইম তেলক্ষেত্র থেকে শ্রমিকদের বহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে আজ সকালে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা জানার সাথে সাথে ছুটে আসেন নিরাপত্তাকর্মীরা।

হামলার পেছনে কারা জড়িত এ বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি সানা। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণ দিয়ে হামলাটি শুরু হয়। সন্ত্রাসীরা পাশ দিয়ে যাওয়ার সময় শ্রমিকদের লক্ষ্য করে গুলিও চালায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //