তাইওয়ান সীমান্তে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেননা, স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে ঘিরে ফের মহড়া শুরু করেছে চীন। মহড়ায় চীনের ৫৭ যুদ্ধবিমান ও চার যুদ্ধজাহাজ অংশ নিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান দাবি করেছে ইতোমধ্যে চীনের ২৮টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে। তারা এক বিবৃতিতে এই মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে। চীনের এই পদক্ষেপকে উসকানিমূলক বলে আখ্যা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চীন গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার তাইওয়ানের আকাশসীমায় এই মহড়া চালিয়েছে। অবশ্য দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সাথে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ। যা তাইওয়ান প্রণালির পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। তবে তাইওয়ানকে বরাবরই নিজেদের প্রদেশ বেইজিং।
মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রতিরক্ষা ব্যয় বিল পাস করার পর চীন গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে একই ধরনের মহড়া চালায়। তখন ৪৩টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তাইওয়ান মহড়া চীন যুদ্ধবিমান যুদ্ধজাহাজ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh