Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ২২:৪৯

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৩

ঘটনাস্থলের ছবি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে যেন কোনো মতেই থামতে চাইছে না বন্দুক হামলা। বিশেষ করে দেশটির কয়েকজন বাসিন্দা নতুন বছরের প্রথম মাস শেষ না হতেই বন্দুক নিয়ে রাস্তায় নেমে এলোপাথাড়ি গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছেন। আজ শনিবার (২৮ জানুয়ারি) আবারো এক বন্দুকধারী রাস্তায় নেমে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এতে কমপক্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলসের বেভারলি ক্রেস্টে এ ঘটনা ঘটেছে। 

বার্তাসংস্থা এপির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের সার্জেন্ট ফ্রাঙ্ক প্রিসিয়াডো হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে আহতদের উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। হতাহতদের পরিচয় জানায়নি পুলিশ। 

সার্জেন্ট প্রিসিয়াডো বলেন, কী কারণে গুলি চালানো হয়েছে তা তিনি জানেন না। এ ব্যাপারে বিস্তারিত তথ্য তার কাছে নেই।

চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গোলাগুলির ঘটনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫