Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২৮, আহত ১৫০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৭:২০

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২৮, আহত ১৫০

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন মসজিদে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। ছবি: এএফপি

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৮ জন নিহত এবং ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আজ সোমবার (৩০ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছেন।

হতাহতের সংখ্যা নিশ্চিত করে পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, ‘আহতদের চিকিৎসার জন্য পেশোয়ার শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, ‘আহতদের এখনো হাসপাতালে আনা হচ্ছে, এদের কারো কারো অবস্থা গুরুতর।’

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার যোহর নামাজের সময় অর্থাৎ ১টা ৪০ মিনিটে বিস্ফোরণ ঘটে। এতে বড়সড় মসজিদটির একটি অংশ ভেঙে পড়ে এবং ধারণা করা হচ্ছে, সামনের কাতারে যারা ছিলেন তারা এর নিচে পড়েছেন। মসজিদটির ভেতরে এরই মধ্যে কাজ শুরু করেছেন পুলিশ ও সেনাবাহিনীর বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যেরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫