বিশ্বজুড়ে করোনায় বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দুটোই বেড়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২২ জন। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১৯ জন।

এর আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) করোনায় সংক্রমিত হয়েছিলেন ৮২ হাজার ৫৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৭৭ জনের।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দুইশোরও বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাড়ালো ৬৭ লাখ ৬১ হাজার ৩২২ জনে।

অপরদিকে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৮৪ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২০৬ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১২২ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১১০ জন মারা গেছেন যুক্তরাষ্ট্রে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //