এবার ইউক্রেনকে দূরপাল্লার রকেট দেবে যুক্তরাষ্ট্র। এই ধরণে রকেট ইউক্রেনকে আগে কখনো দেয়নি দেশটি। ২০০ কোটি ডলার মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এই অস্ত্র সরবরাহ করা হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিলেও তা রাশিয়ার লক্ষ্য অর্জন ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
শীর্ষ দুই মার্কিন কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, ২০০ কোটি ডলার মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এসব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা হবে। চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছেন বলেও জানানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব বা জিএলএসডিবি দেয়া হতে পারে কিয়েভকে। এটি ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে ইউক্রেনের পক্ষ থেকে অত্যাধুনিক মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র পাওয়ার অনুরোধ থাকলেও, তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন।
এদিকে দনবাস অঞ্চলে অভিযান জোরদার করেছে রুশ সেনারা। এ বিষয়ে এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দেয়ার জন্য দনবাসের ফ্রন্ট লাইনের ১৪০ মাইল এলাকাজুড়ে কয়েক হাজার নতুন সেনা পাঠিয়েছে রাশিয়া। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি মস্কো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রকেট যুক্তরাষ্ট্র অস্ত্র
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh