অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৬ পিএম
আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ পিএম
পাকিস্তানের করাচি পুলিশ প্রধানের অফিসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। ওই হামলায় পর বর্তমানে অভিযান চলছে। খবর দ্য ডন।
ডনের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে শরিয়া ফয়সালে অবস্থিত করাচি পুলিশ প্রধানের অফিসে এই হামলা হয়। এই ঘটনার পর পরই সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা যায়। সংশ্লিষ্ট ডিআইজিদের তাদের জোন থেকে পুলিশ সদস্য ঘটনা স্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মুরাদ আলি শাহ বলেছেন, ‘পুলিশ প্রধানের অফিসে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই অতিরিক্ত আইজি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার করা হোক।’
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে একটি প্রতিবেদনও চেয়েছেন মুখ্যমন্ত্রী এবং জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এছাড়া, এক বিবৃতিতে হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে সদর থানা পুলিশও। এসএইচও,পিআই খালিদ হুসেন মেমন জানিয়েছেন, করাচি পুলিশ অফিসের কাছে সদর থানায় হামলা চালিয়েছে অজ্ঞাতরা। সেখানে সর্বত্র গুলি চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : করাচি পুলিশ প্রধান হামলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh