আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৮ পিএম
আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০০ পিএম
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলায়েজি প্রদেশের কেন্দ্রস্থলে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ ভাগ।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রকৃতিবিদ্যা সংস্থার বরাত দিয়ে চীনা বার্তাসংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল সিগি রিজেন্সির ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
এ ভূমিকম্পে সুনামির কোন সম্ভাবনা নেই। এখন পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র: বাসস
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইন্দোনেশিয়া ভূমিকম্প সুনামি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh