Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেনে গণহত্যার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১৫:০৫

ইউক্রেনে গণহত্যার কোনো প্রমাণ পায়নি জাতিসংঘ

জাতিসংঘের লোগো। ছবি: সংগৃহীত

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে জাতিসংঘের একটি তদন্ত দল ইউক্রেনে গণহত্যা সংঘটিত হয়েছে এমন কোন তথ্য পায়নি।

গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) তদন্ত দলের প্রধান নরওয়ের বিচারক এরিক মোসে এ কথা নিশ্চিত করেছেন।

এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এরিক মোসে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইউক্রেনে গণহত্যার কোন ঘটনা খুঁজে পায়নি।’

তিনি আরও বলেন, ‘সেখানে আমরা লক্ষ্য করেছি যে, দেশটি এ সংঘাতের এমন কিছু দিক আছে যা এ ধরনের অপরাধের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে। কিন্তু আমরা এখনো এখানে এমন ঘটনার বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫