ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
আজ শুক্রবার (১৭ মার্চ) আইসিসির একজন বিচারক এ সংক্রান্ত আদেশ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে এক বছরের বেশি সময় ধরে সামরিক অভিযান চালানো রাশিয়া একাধিকবার যুদ্ধাপরাধ ও নৃশংসতা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আইসিসি অভিযোগ করেছে, ইউক্রেনে যুদ্ধপরাধ এবং শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নিয়ে যাওয়ায় পুতিন দায়ী।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া পুরোদমে আগ্রাসন শুরুর পর সেখানে মানবাধিকার লঙ্ঘন ও ব্যাপক যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে মস্কো বরাবরই যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে এসেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ‘কোনো গুরুত্ব নেই।’
তবে আইসিসির পদক্ষেপটি এমন সময় এসেছে, যার একদিন আগেই জাতিসংঘ-সমর্থিত একটি তদন্তকারী সংস্থা জানায়, ইউক্রেনে বিস্তৃত পরিসরের যুদ্ধাপরাধ করেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃত হত্যা, নির্যাতন এবং শিশুদের নির্বাসনের মতো অপরাধগুলো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh