আদালতে আত্মসমর্পণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের দিকে আদালতে অভিযোগের ব্যাপারে ট্রাম্প মুখোমুখি হবেন বলে জানা গেছে।
এর আগে স্থানীয় সময় গতকাল সোমবার (৩ এপ্রিল) ব্যক্তিগত বিমানে নিউইয়র্ক শহরে পৌঁছান। পরে শহরটির ট্রাম্প টাওয়ারে যান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে রয়েছেন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট। আজ পুলিশ ও আদালতের কর্মীদের পাশাপাশি সিক্রেট সার্ভিস এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে নিউইয়র্ক হয়ে লোয়ার ম্যানহাটান কোর্ট কমপ্লেক্সে নিয়ে যাবেন।
এদিকে ট্রাম্পের আদালতে যাওয়ার খবর প্রকাশ্যে আসায় বিক্ষোভের সম্ভাবনায় আদালতের বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নিউইয়র্ক কর্তৃপক্ষ।
ট্রাম্পের আইনজীবীরা জানান, আদালতে দোষ স্বীকার করবেন না ট্রাম্প।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতে সাজা ঘোষণার আগে প্রথমে ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্রাগের অফিসে আত্মসমর্পণ করবেন ট্রাম্প। এরপর ফৌজদারি মামলায় মুখোমুখি হবেন তিনি।
উল্লেখ্য, সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৬ সালের নির্বাচনের আগে অবৈধ সম্পর্ক লুকিয়ে রাখার জন্য স্টর্মি ড্যানিয়েলস নামে একজন পর্ন তারকাকে গোপনে অর্থ দিয়েছিলেন তিনি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে কয়েকদিন আগে এ ঘটনায় নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি ট্রাম্পের বিরুদ্ধে উঠা অভিযোগে দোষী সাব্যস্ত করেন তাকে। তবে যেসব বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তা বিস্তারিত প্রকাশ করা হয়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh