মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা নামের এই সাবমেরিন পারমাণবিক শক্তিচালিত বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনী গতকাল শনিবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর মুখপাত্র টিমোথি হকিন্স বলেছেন, সাবমেরিন ফ্লোরিডা গত বৃহস্পতিবার ওই এলাকায় প্রবেশ করে এবং সুয়েজ খাল অতিক্রম করতে শুরু করে। হকিন্স বলেছেন, ‘সাবমেরিনটি ১৫৪টি টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।’
বিবৃতি অনুসারে, সাবমেরিনটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তার জন্য পঞ্চম মার্কিন নৌবহরে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, পঞ্চম মার্কিন নৌবহরের সদর দফতর বাহরাইনে অবস্থিত। এর কার্যক্রমে উপসাগরীয় অঞ্চল ওমান উপসাগর, আরব সাগর, এডেন উপসাগর, লোহিত সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত। এটি বাহরাইনের রাজধানী মানামার পূর্বে জুফায়ার এলাকায় অবস্থিত। যে অঞ্চলের পানির মধ্য দিয়ে বিশ্বের তেল সরবরাহের প্রায় অর্ধেক চলাচল করে, সেই উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করা পঞ্চম মার্কিন নৌবহরের অন্যতম কাজ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh