কিস্তিতে আম কেনার সুযোগ। অবাক করা কাণ্ড। কিস্তিতে বাড়ি, গাড়ি, টিভি, মোবাইল ফোন কিংবা ফ্রিজ কেনার কথা আমরা অনেকেই শুনেছি, আবার নিজেও কিনেছি। তবে সত্যি এই প্রথমবার কিস্তিতে আম বিক্রি হচ্ছে ভারতের পুনে শহরে।
পুনের গৌরব সানাস নামের এক ব্যবসায়ী ক্রেতাদের মাসিক কিস্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছেন।
অনেকের সুস্বাদু আম খাওয়ার ইচ্ছা থাকলেও কিছু ক্ষেত্রে সাধ্যে কুলায় না। যেমন, আলফানসো। ভারতের মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত। আগুন দামের কারণে এই ফলে হাত ছোঁয়াতে পারেন না বহু মানুষ। খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। ফল ব্যবসায়ী সানাসের দাবি, এখন ইচ্ছেমতো আম কিনে খান ক্রেতা। পরে দাম মেটানোর সুযোগ পাবেন বেশ কয়েক মাস ধরে।
তিনি বলেন, মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন। এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি তার।
তবে এ সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। সানাস জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh