Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সুদান ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১৫:১৯

সুদান ভ্রমণে বাংলাদেশিদের জন্য সতর্কতা

সুদানের রাজধানী খার্তুমের চিত্র। ছবি: সংগৃহীত

সুদানে গত ১৫ এপ্রিল থেকে  দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) তুমুল লড়াই চলছে। এ অবস্থায় দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশের দূতাবাস।

আজ শনিবার (২২ এপ্রিল) দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি, সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে যার ফলে হতাহতের ঘটনা ঘটছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। তাই বাংলাদেশের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়। এ কারণে  সকল বাংলাদেশি নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হচ্ছে।

আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এই পরামর্শটি অবগত করা হলো।

দূতাবাস এ ব্যাপারে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ দিচ্ছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত সুদানে সংঘর্ষে ৪১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫