Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বন্ধ আইফেল টাওয়ার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৯

বন্ধ আইফেল টাওয়ার

আইফেল টাওয়ার। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বন্ধ হলো ফ্রান্সের বিখ্যাত স্থাপত্য নিদর্শন আইফেল টাওয়ার। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) শ্রমিকদের ধর্মঘটের কারণে এই ঘোষণা দেয় স্থাপত্যটির কর্তৃপক্ষ। অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করেই এই কর্মসূচিতে নামেন তারা। 

ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স-২৪ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্যারিস অলিম্পিককে সামনে রেখে রক্ষণাবেক্ষণ কাজের বাজেটের পুনর্বিবেচনার দাবি জানায় শ্রমিকেরা। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় কম খরচ নির্ধারণ করা হয়েছে বাজেটে। যা কর্মীদের শুধু কাজের চাপই বাড়াবে না বরং দর্শনার্থীদের ওপরও প্রভাব ফেলবে। এসময় ধর্মঘট বাড়ানোর হুঁশিয়ারিও দেয় শ্রমিকদের সংগঠন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে প্রধান প্রকৌশলী গুস্তাব আইফেলের শততম মৃত্যুবার্ষিকীতে বন্ধ ছিলো ১৩৫ বছরের এই নিদর্শন। প্রতিবছর প্রায় ৬০ লাখ দর্শনার্থী বেড়াতে আসেন এখানে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫