রাইসির মৃত্যুতে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের শোক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৪, ১২:১৩

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ফাইল ছবি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আজ সোমবার (২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শোক প্রকাশ করেন তিনি।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট বলেছেন, রাইসি ভেনিজুয়েলার একজন ‘নিঃশর্ত বন্ধু’ ছিলেন। রাইসি ইরান, মর্যাদা, নৈতিকতা ও প্রতিরোধের উদাহরণ।
এর আগে ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। তবে হেলিকপ্টারের থাকা প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি মারা গেছেন। সোমবার (২০ মে) বিবিসি, রয়টার্সসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
গতকাল রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।
সূত্র: আল জাজিরা