শেষ হয়েছে পবিত্র হজ। এখন শুরু হবে ওমরাহ মৌসুম। আর এই ওমরাহ পালনকারীদের জন্য সুখবর দিলো সৌদি সরকার। ওমরাহ পালনকারীদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করেছে সৌদি আরব।
সম্প্রতি দেশটি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একজন ব্যক্তি ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পেয়ে যাবেন। ভিসা পেতে প্রয়োজন হবে না স্বাস্থ্য পরীক্ষা। বাধ্যবাধকতা থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবকদের।
ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। নতুন ব্যবস্থায় আরবি সন অনুযায়ী প্রথম মাস মহররমের প্রথম দিনই অর্থাৎ আগামী ১৯ জুলাই থেকে ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।
সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
সূত্র: আরব নিউজ
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh