Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১২:৫৩

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১৩

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১৩। ছবি: সংগৃহীত

ভারতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ের থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৩ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার (২৮ জুন) ভোররাতে দেশটির কর্নাটকে পুণে–বেঙ্গালুরু জাতীয় সড়কে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার।

আনন্দবাজার জানিয়েছে, আজ শুক্রবার ভোররাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ের থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। হাসপাতালে আরো দুই জন মারা যান।

দুর্ঘটনাকবলিত বাসটিতে ১৭ জন যাত্রী ছিলেন। কর্নাটকের বেলগাবী জেলায় তীর্থযাত্রায় গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।  আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তীর্থযাত্রীদের নিয়ে বেলগাবী থেকে শিবমোগ্গার দিকে যাচ্ছিল বাসটি। যাত্রীরা সবাই শিবমোগ্গার বাসিন্দা। পুণে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময়ে গুণ্ডেনহল্লি ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর তিনটা ৪৫ মিনিট নাগাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকে ধাক্কা মারে।

কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে তারা মনে করছে, সারা রাত গাড়ি চালিয়ে সকালের দিকে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক। ভোরবেলা স্টিয়ারিংয়ে হাত রেখেই সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫