ইসরায়েলে অস্ত্র দিয়েই ৪ ইসরায়েলি সেনাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১৪:৪৭

ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদুস ব্রিগেডের হামলায় চার ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। ছবি: আল জাজিরা
ইসরায়েলি সেনাদের কাছ থেকে কেড়ে নেয়া অস্ত্র ব্যবহার করে তাদের উপর হামলা চালিয়েছে গাজা-ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদুস ব্রিগেডের যোদ্ধারা। এই হামলায় চার ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২৮ জুন) আল-কুদুস ব্রিগেড এমন দাবি করেছে।
গতকাল শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদুস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ইসরায়েলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
তারা জানায়, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায়। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে।
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরাইলি বাহিনীর মধ্যে মৃত্যু ও হতাহত সৃষ্টি করেছে।
এর আগে গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর বিষয়টি ইসরাইল এখনো স্বীকার করেনি। তবে ইসরায়েল জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের এক সৈন্য নিহত এবং ৯ জন আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা