Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ শতাংশ ইসরায়েলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১৫:২৯

নেতানিয়াহুর পদত্যাগ চান ৭২ শতাংশ ইসরায়েলি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি

ইসরায়েলের ৭২ শতাংশ মানুষ মনে করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ও জিম্মি উদ্ধারে ব্যর্থতার কারণে তারা এমন মনোভাব পোষণ করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েলে এক জরি। 

গতকাল শনিবার (১৩ জুলাই) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ৭২ শতাংশ ইসরায়েলি মনে করেন, ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করেন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার; আর ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত।

জরিপে দেখা গেছে, যারা নিজেদেরকে সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন, নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২ শতাংশ সমর্থক বলেছেন, তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত।

এদিকে গাজায় মানবিক নিরাপদ জোন বলে পরিচিত খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে শনিবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিশুসহ কমপক্ষে ৭২ ফিলিস্তিনি নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন।

এ ছাড়া গাজার তেল আল-সুলতানের অলিগলি, ভবনের নিচ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫