ফাতাহ-হামাসের সমঝোতা, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর

চলমান যুদ্ধ পরিস্থিতিতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের দুই রাজনৈতিক পক্ষ ফাতাহ ও হামাস। যুদ্ধ-পরবর্তী জোট গঠনেও একমত হয়েছে তারা। চীনের মধ্যস্থতায় ২৩ জুলাই দেশটির রাজধানী বেজিংয়ে এই সমঝোতা চুক্তি করেছে তারা। এমন এক সময় বিষয়টি সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের খবর শোনা যাচ্ছে। গাজায় যুদ্ধ বিরতি আর জিম্মি মুক্তি নিয়ে হামাসের সঙ্গে চুক্তি করতে দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ২২ জুলাই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় অন্তর্বর্তীকালীন ‘জাতীয় পুনর্মিলন সরকার’ গঠনে সম্মত হয়েছে হামাস ও ফাতাহসহ ফিলিস্তিনের আরও ১২টি পক্ষ। বেজিংয়ে ফিলিস্তিনি এ সংগঠনগুলোর আলোচনায় মধ্যস্থতা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আলোচনায় হামাসের মুসা আবু মারজুক ও ফাতাহর মাহমুদ আল-আলোউলসহ অন্য সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রুদ্ধদ্বার এ বৈঠকের বিস্তারিত প্রকাশ করা না হলেও বলা হচ্ছে, নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে তারা একমত প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা। আলোচনা শেষে হামাস নেতা মুসা আবু মারজুক বলেন, ‘আজ আমরা জাতীয় ঐক্যের এক চুক্তিতে স্বাক্ষর করেছি। আমরা বলেছি, আমাদের এই যাত্রা জাতীয় ঐক্যে পূর্ণতা পাবে। এ জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ 

তবে বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি বাস্তবায়ন করা কঠিন হবে। কারণ ফিলিস্তিনি দলগুলোর মধ্যকার গভীর শত্রুতাসহ নানা জটিলতা আছে। আর পশ্চিমারাও সরকারে হামাসের কোনো ভূমিকা চায় না। তা ছাড়া এই চুক্তি বাস্তবায়নের কোনো দিনক্ষণও এখনো ঘোষণা হয়নি। দেড় দশক আগে নির্বাচনে জেতার পর থেকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফাতাহ। অন্যদিকে গাজা নিয়ন্ত্রণ করছে হামাস। ভিন্ন দুটি অঞ্চলে নির্বাচনে আলাদা ফলের পর বিভিন্ন দাবি নিয়ে পক্ষ দুটির মধ্যে বিভক্তি বড় আকার ধারণ করে। বিষয়টি সমাধানে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও পরে তা ভেস্তে যায়। তবে ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে হামাসের সঙ্গে বৈরিতাকে সামনে না এনে প্রতিবাদ জানিয়েছে ফাতাহ। 

এদিকে এই চুক্তি প্রত্যাখ্যান করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ‘সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যানের বদলে হামাসের খুনি ও ধর্ষকদের আলিঙ্গন করার মধ্য দিয়ে নিজের আসল চেহারা প্রকাশ করেছেন মাহমুদ আব্বাস। প্রকৃতপক্ষে এটি কার্যকর হবে না।’

হামাসের সঙ্গে চুক্তি করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই দেশটি সফরে গেছেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে বিষয়টি নিয়ে তিনি সেখানে বেশ চাপে থাকবেন। যদিও নিজের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে নেতানিয়াহু বলেন, মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় আরও দ্বিপক্ষীয় সহায়তা চাইবেন।

খান ইউনিসে হামলা অব্যাহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। ভূখণ্ডটির খান ইউনিস শহরে হামলায় নতুন করে অন্তত ৭০ জন নিহত হয়েছে। শহরটি থেকে নতুন করে দেড় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের দুটি সংস্থা জানিয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার পর তারা পালিয়ে যেতে শুরু করেন। তবে ২২ জুলাই এ নির্দেশ দিলেও এলাকা ত্যাগের জন্য বেসামরিক নাগরিকদের কোনো সময় দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। মূলত গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত খান ইউনিস শহরটি নতুন করে ইসরায়েলি সামরিক আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সেখানে অভিযানের নামে প্রায় ৯ মাস ধরে তা-ব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ১৪৭ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //