ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন সমাজতান্ত্রিক পিএসইউভি পার্টির নেতা নিকোলাস মাদুরো। দেশটির ন্যাশনাল ইলেক্টোরাল কাউন্সিলের (সিএনই) প্রধান ও মাদুরোর ঘনিষ্ঠ মিত্র এলভিস আমরোসো জানিয়েছেন, ৮০ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে- মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। তবে ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে ফলাফলকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছে মাদুরোর মূল প্রতিদ্বন্দী অ্যাডমুন্ড গনজালেস।
এর আগে গতকাল স্থানীয় সময় রবিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়। তখন থেকে উৎসাহ-উদ্দীপনা নিয়ে ফলাফলের জন্য অপেক্ষা করেন কোটি কোটি ভোটার।
১১ বছর ধরে ক্ষমতা রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এবারই বিরোধীদের পক্ষ থেকে সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হোন তিনি। তাকে সরাতে সব বিরোধ-বিভেদ ভুলে এক হয়ে নির্বাচন করেছেন বিরোধী দলগুলোর নেতারা।
২০১৩ সালে বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা গেলে ক্ষমতায় আসেন মাদুরো। এবার শ্যাভেজের ৭০তম জন্মবার্ষিকীর দিনে দেশটিতে ভোট হয়েছে। এই নির্বাচনে ৬১ বছর বয়সী মাদুরো তৃতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় এলেন।
এত বছর বিরোধীরা নিজেদের মধ্য বিভিন্ন ইস্যুতে ফাটল জিইয়ে রেখেছিলেন। এই সুযোগে নিজের ক্ষমতার মসনদ পাকাপোক্ত রাখতে পেরেছিলেন মাদুরো। তবে এবার বিরোধীরা সেসব বিভেদ ভুলে মাদুরো সরকার হঠাতে একাট্টা হয়েছিল। সব বিরোধী দল মিলে একজনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তার নাম এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া। বয়স ৭৪ বছর। প্রধান বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে সরকারি দায়িত্ব গ্রহণে নিষিদ্ধ করার পর তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে এত কিছু করেও মাদুরোকে হটাতে পারেনি তারা। বিস্তর আশা-ভরসার কথা শোনালেও শেষ পর্যন্ত জনরায় মাদুরোর পক্ষেই গেল।
মাদুরো বলেছেন, তার পুনঃনির্বাচন শান্তি ও স্থিতিশীলতার পক্ষে জয়। তিনি ভেনেজুয়েলার নির্বাচনী ব্যবস্থা স্বচ্ছ বলে তার প্রচারণার দাবি পুনর্ব্যক্ত করেছেন।
তবে নির্বাচন কাউন্সিল, যা মাদুরোর অনুগতদের দ্বারা নিয়ন্ত্রিত, তাৎক্ষণিকভাবে দেশব্যাপী ৩০ হাজার ভোট কেন্দ্রের প্রতিটি থেকে সরকারি সংখ্যা প্রকাশ করেনি। যা ফলাফলকে চ্যালেঞ্জ করার বিরোধীদের ক্ষমতা সীমিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ভেনিজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভোটের বিস্তারিত তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh