Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৮:৫৮

কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প-কমলা হ্যারিস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর বিতর্কে অংশ নিতে সম্মত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করছে ফক্স নিউজ। 

গত শুক্রবার (২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ’-এ দেওয়া একটি পোস্টে ট্রাম্প বিষয়টি জানান। ট্রাম্প বলেন, আমি আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে বসতে ফক্স নিউজকে সম্মতি দিয়েছি।

তিনি আরও জানান, এর আগে জুন মাসে এবিসি নিউজ এক সূচি প্রকাশ করে  যেখানে জো বাইডেন ও ট্রাম্প সেপ্টেম্বরে বিতর্ক করবে বলে উল্লেখ করেছিল। পরে তা বাতিল হয়ে যায়। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন।

তিনি আরও বলেন, এই ফক্স নিউজ বিতর্কটি পেনসিলভানিয়ার একটি নির্ধারিত জায়গায় অনুষ্ঠিত হবে। এতে মডারেটরের দায়িত্বে থাকবেন ব্রেট বায়ার ও মার্থা ম্যাককালাম। বিতর্কের নিয়মকানুন আগেরবারের মতোই থাকবে, যেবার আমার সঙ্গে লড়েছিল ঘুমকাতুরে জো (বাইডেন), যিনি নিজ দলের মানুষের কাছ থেকে ভয়ঙ্কর আচরণের শিকার হয়েছেন।

কমলার সঙ্গে বিতর্কযুদ্ধের ব্যাপারে কয়েক দিন ধরে গড়িমসির পর অবশেষে রাজি হলেন ট্রাম্প। এর আগেও তিনি রিপাবলিকান প্রেসিডেনশিয়াল প্রাথমিক বিতর্কের সবগুলো এড়িয়ে গিয়েছিলেন। কমলা বিতর্ক অনুষ্ঠানের বিষয়ে সব সময়ই ইতিবাচক মনোভাব পোষণ করলেও এখনো সেপ্টেম্বরের বিতর্কের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এদিকে সুইং-স্টেটখ্যাত ব্যাটল্গ্রাউন্ডগুলোতে নির্বাচনি বিজ্ঞাপনযুদ্ধ শুরু করে দিয়েছেন  দুই প্রার্থী। এরই মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, নেভাডা এবং উইসকনসিনে তিন সপ্তাহের বিজ্ঞাপনী প্রচারের জন্য পাঁচ কোটি ডলার বাজেট ঘোষণা করেছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে এই অঙ্গরাজ্যগুলোর জন্য ট্রাম্প বরাদ্দ রেখেছেন ১২ মিলিয়ন ডলার।

সূত্র: এবিসি নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫