জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আগামী মাসেই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন তিনি। রাজনৈতিক কেলেঙ্কারি ও পণ্যের উচ্চমূল্যের কারণে সৃষ্ট জন-অসন্তুষ্টির মুখেই এ রকম সিদ্ধান্ত এল তার পক্ষ থেকে।

তিন বছর ক্ষমতায় ছিলেন কিশিদা। এবার তার স্থানে দেখা যাবে নতুন মুখ। রয়টার্সের প্রতিবেদন বলছে, এরই মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি পুনর্নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দেন। 

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা বলেন, ‘রাজনীতি মানুষের ভরসা ছাড়া চলতে পারে না। আমি এই ভারী সিদ্ধান্ত নিয়েছি মানুষের চিন্তার স্বার্থে। আমি এই সিদ্ধান্ত নিয়েছি মানুষের কথা চিন্তা করে। রাজনৈতিক সংশোধনীকে সামনে নিয়ে যাওয়ার তীব্র ইচ্ছার কথা চিন্তা থেকে।’ সেপ্টেম্বরে নির্বাচনে লড়বে এলডিপি। 

প্রসঙ্গত, ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর পরই কিশিদার জনপ্রিয়তা কমতে থাকে। ওই সময় এলডিপির সঙ্গে দেশটির বিতর্কিত ইউনিফিকেশন চার্চের যোগসূত্র রয়েছে বলে জানা যায়। পরে আরও বেশ কিছু তথ্য ফাঁস হয়। জানা যায়, এলডিপির তহবিলে বেশ কিছু অর্থ জমা পড়েছে, যেগুলোর কোনো রেকর্ড রাখা হয়নি। 

এসবের জেরেই দেখা দেয় জন-অসন্তোষ। আরও বেশি বিপাকে পড়ে যান কিশিদা। এদিকে জাপানের সোফিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক কইচি নাকানো জাপানের প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘এলডিপির একজন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শুধু নির্বাচনে অংশ নেওয়ার খাতিরে এতে যোগ দিতে পারবেন না। তাকে নিশ্চিত করতে হবে যে তিনি জিতবেন এবং কোনো রকমে নয়, বেশ ভালোভাবেই।’ আর সেটি নিশ্চিত করতে পারবেন না দেখেই হয়তো সরে দাঁড়াচ্ছেন কিশিদা। সূত্র: রয়টার্স




 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //