Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির খুবই কাছাকাছি রয়েছি: বাইডেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ১২:৩২

গাজায় যুদ্ধবিরতির খুবই কাছাকাছি রয়েছি: বাইডেন

গাজায় যুদ্ধবিরতির খুবই কাছাকাছি রয়েছি বাইডেন। ছবি: সংগৃহীত

গাজায় সংঘাত বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সময় গত শুক্রবার (১৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রক্রিয়া সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কাছাকাছি এসেছে।

যুদ্ধবিরতির সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, তিন দিন আগে যে অবস্থায় ছিল, তার চেয়ে অনেক কাছাকাছি চলে এসেছি আমরা। আর একটু ধৈর্য্য ধরুন।

এদিন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের এক যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি এবং জিম্মি ও আটকদের মুক্তির বিষয়ে চুক্তি সম্পাদনে গত ৪৮ ঘণ্টা ধরে দোহায় আমাদের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা গভীর আলোচনা চালিয়ে যাচ্ছেন।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, চুক্তিতে বর্ণিত মানবিক বিধান বাস্তবায়নের পাশাপাশি জিম্মি ও আটকদের সম্পর্কিত সুনির্দিষ্ট বিষয়গুলো বাস্তবায়নে মধ্যস্ততাকারী দলটি আগামী দিনগুলোতেও নিজেদের কাজ চালিয়ে যাবে। আর (সব পক্ষের) উপস্থাপিত শর্তাবলির অধীনে চুক্তি সম্পাদনের লক্ষ্যে আগামী সপ্তাহ শেষ হওয়ার আগেই তারা কায়রোতে ফের মিলিত হবেন।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের শনিবার (১৭ আগস্ট) ইসরায়েল সফর করার কথা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

এক বিবৃতিতে প্যাটেল বলেন, মিসর ও কাতারের সমর্থনে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত প্রস্তাবের মাধ্যমে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দিদের মুক্তির চুক্তি সম্পাদনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতেই ব্লিঙ্কেন ইসরায়েল সফর করবেন।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত ১ হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। সে সময় ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে বলে গত বৃহস্পতিবার নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫