Logo
×

Follow Us

আন্তর্জাতিক

‘আমি দেখতে কমলার চেয়ে বেশি সুন্দর’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:১৫

‘আমি দেখতে কমলার চেয়ে বেশি সুন্দর’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চেয়ে তিনি দেখতে বেশি সুন্দর। স্থানীয় সময় গত শনিবার (১৭ আগস্ট) পেনসিলভানিয়াতে একটি নির্বাচনি প্রচারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি তার চেয়ে অনেক সুন্দর দেখতে। আমি মনে করি, আমি কমলার চেয়ে সুন্দর চেহারার মানুষ।

এর আগে গত শুক্রবার কমলার অর্থনৈতিক পরিকল্পনার সমালোচনা করেন ট্রাম্প। 

তিনি বলেন, ‘কমলার পরিকল্পনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো। তিনি যুক্তরাষ্ট্রে কমিউনিজমের সূত্রপাত করবেন।’

একই সভায় ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্টকে পাগল ও মৌলবাদী বলে আখ্যা দিয়েছেন। কমলাকে হারানো বাইডেনের চেয়ে সহজ হবে পুনরায় মন্তব্য করেন ট্রাম্প। কমলাকে ব্যক্তিগত আক্রমণের বিষয়ে নিজের সাফাইও গেয়েছেন ট্রাম্প। 

তিনি জানান, কমলা তাকে রাগিয়ে দেওয়ায় তিনি এমন ব্যক্তিগত আক্রমণ করছেন।

সূত্র: নিউজউইক

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫