৯২ মার্কিন সাংবাদিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

রাশিয়া ৯২ জন মার্কিন নাগরিকের প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে, যার মধ্যে রয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের কিছু প্রতিবেদক। গতকাল বুধবার (২৮ আগস্ট) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের রুশ বিরোধী নীতির প্রতিক্রিয়ায় আরোপ করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, বাইডেন প্রশাসন মস্কোর উপর কৌশলগত পরাজয় আরোপের লক্ষ্যে রুশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিজ্ঞানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং মিডিয়া সংস্থাগুলোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়া এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

নিষেধাজ্ঞার তালিকায় শীর্ষস্থানীয় কর্মকর্তা ছাড়াও নিরাপত্তা সংস্থা এবং বিশেষ সেবার অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা, মূল প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেতারা অন্তর্ভুক্ত রয়েছে যারা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কাছে অস্ত্র সরবরাহ ও কিয়েভ সরকারকে সহায়তা করছে।

বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মিথ্যা খবর প্রচার এবং তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধের’ প্রচারণায় যুক্ত থাকা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদকীয় কর্মী এবং প্রতিবেদকরাও এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। 

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন ওয়াশিংটন পোস্টের ডেভিড স্টার্ন, অ্যাডাম টেলর, শেন হ্যারিস, নিউ ইয়র্ক টাইমসের লারা জেকস, অ্যান্ড্রু ক্রেমার, ওয়াল স্ট্রিট জার্নালের এডিটর-ইন-চিফ এমা টাকার এবং প্রাক্তন মস্কো ব্যুরো প্রধান নাথান হজ।

রাশিয়া জানিয়েছে, মার্কিন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে, যারা রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //