ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কয়েক দফা ড্রোন হামলার পর এবার সে রাজ্যে বিদ্রোহীদের রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। এছাড়া অন্য পৃথক ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছে রাজ্যটিতে।
রকেট হামলার পর আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর জেলায় রকেট হামলা চালায়। এতে সেখানে দুটি স্থাপনা ধ্বংস হয়। এই হামলার জন্য কুকিদের দায়ী করছে স্থানীয় পুলিশ।
এদিকে মণিপুরের জিরিবাম জেলায় শনিবার সহিংসতা বেড়েছে এবং সংঘর্ষের পর পাঁচজন মারা গেছে।
প্রতিবেদনে বলা হয়, মণিপুরের জিরিবাম জেলায় নিজ বাড়িতে এক বেসামরিক নাগরিককে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া একই জেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং সংঘর্ষের কারণে আরও চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, জিরিবাম জেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন স্থানে একা বসবাসকারী এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করে তাকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে হত্যার পর, জেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে পাহাড়ে সম্প্রদায়ের সশস্ত্র ব্যাক্তিদের মধ্যে ভারী গোলাগুলি শুরু হয়।
ওই ঘটনায় তিনজন পাহাড়-ভিত্তিক সন্ত্রাসীসহ চারজন সশস্ত্র ব্যক্তি নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
সপ্তাহের শুরুতেই সহিংসতার নতুন মাত্রা দেখা যাচ্ছে মণিপুরে। সম্প্রতি রাজ্যের রাজধানী ইম্ফলের পশ্চিমে ড্রোন ব্যবহার করে হামলার পর এবার রকেট হামলার ঘটনা ঘটল। কয়েক দিন ধরে কয়েক দফায় ড্রোন হামলা হয় রাজ্যটিতে। যার ফলে অনির্দিষ্টকালের "পাবলিক ইমার্জেন্সি" ঘোষণা করেছে উপত্যকা ভিত্তিক নাগরিক সমাজ সংস্থা কোঅর্ডিনেশন কমিটি অন মনিপুর ইন্টিগ্রিটি।
ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। যদিও অতীতে রকেট হামলা হয়েছে।
গত দেড় বছরের বেশি সময় ধরে জাতিগত সংঘাতে উতপ্ত মণিপুর। জাতিগত সংঘাতে এ পর্যন্ত শত শত মানুষের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। মাঝে মাঝে শান্ত থাকলেও হঠাৎ করেই উতপ্ত হয়ে উঠে রাজ্যটি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভারত ড্রোন হামলা রকেট হামলা সংঘর্ষ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh