আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫১ এএম
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে ‘সবচেয়ে ব্যর্থ’ নেতা বলে বোমা ফাটিয়েছেন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। খবর: আরব নিউজ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) তিনি ট্রাম্পকে ধনকুবেরদের একজন বন্ধু বলেও সমালোচনা করেন।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে দেওয়া একটি বক্তৃতায় কমলা বলেন, ট্রাম্প বিদেশ থেকে পণ্য আমদানির ওপর আবার বড় ধরনের শুল্ক আরোপ করার পরিকল্পনা করেছেন। এতে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত শ্রেণির মানিব্যাগে টান পড়বে।
এবারের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জনমত জরিপে এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কমলা ও ট্রাম্প উভয়ই এখন অর্থনীতির মতো নানা বিষয়ে নিজেদের পরিকল্পনা জানাচ্ছেন, চেষ্টা করছেন এখনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারা (সুইং ভোটার) ভোটারদের মন জয় করতে।
পিটসবার্গে দেওয়া বক্তৃতায় ‘দেশকে নতুন নকশায় এগিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতি দিয়েছেন কমলা। তিনি এখানেও সাধারণ আমেরিকানদের জন্য পণ্যমূল্য কমিয়ে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
সেখানে কমলা আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জন্য আমাদের অর্থনীতি তখনই ভালো, যখন সেটি আকাশ্চুম্বী অট্টালিকার মালিকদের জন্য ভালো। যারা সেগুলো গড়ে তোলেন, যারা সেগুলো রক্ষণাবেক্ষণ করেন, যারা সেসব অট্টালিকার ফ্লোরগুলো পরিষ্কার করেন তাদের জন্য তার (ট্রাম্প) কোনো চিন্তা নেই।’
ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তখন কলকারখানার প্রায় দুই লাখ চাকরির সুযোগ অন্য দেশে চলে গেছে বলেও জানান কমলা। তিনি বলেন, ‘এটা ট্রাম্পকে উৎপাদন খাতের ইতিহাসে অন্যতম ব্যর্থ একজন নেতায় পরিণত করেছে।’
এ দিন বামঘেঁষা টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসিকে সাক্ষাৎকার দেন কমলা। কমলা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পর এটাই তার প্রথম বড় একক সাক্ষাৎকার। ট্রাম্পের সমালোচনা করে এমএসএনবিসিকে কমলা বলেন, আপনি যাচ্ছেতাইভাবে বিদেশি পণ্যের ওপর শুল্কারোপের পরিকল্পনা করতে পারেন না। বিষয়টি তার কাছে একদমই গুরুত্ব পায়নি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh