ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। গতকাল রবিবার (১ ডিসেম্বর) পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃত্ততম শহর এন’জেরকোরে এক ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ১০০ জনের বেশি নিহতের খবর পাওয়া গেছে।
গণহত্যার দৃশ্য বর্ণনা করে হাসপাতাল সূত্র এএফপিকে জানিয়েছে, হাসপাতালের যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ পড়ে আছে। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পূর্ণ। নাম প্রকাশ না করার শর্তে একজন ডাক্তার এসব কথা বলেছেন। কারণ তিনি মিডিয়ার সাথে কথা বলার অনুমতি পাননি।
তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গে মৃতদেহ ভরে গেছে। এখানে প্রায় ১০০ জন মৃত। অন্য একজন ডাক্তার বলেছেন, কয়েকজন মৃত।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলিতেও দেখা গেছে, ম্যাচের বাইরে রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে। মাটিতে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, ‘রেফারির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে এই সংঘর্ষের শুরু হয়। তারপর সমর্থকরা মাঠে নেমে আক্রমণ শুরু করে। তিনি অবশ্য নিরাপত্তার কারণে তার নাম গোপন রাখার অনুরোধ করে।
স্থানীয় মিডিয়া বলেছে যে ম্যাচটি গিনির জান্তা নেতা, মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল, যিনি ২০২১ সালের একটি অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : গিনি ফুটবল ম্যাচ সংঘর্ষ নিহত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh