Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদন জানান হয়, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে মনে করা হচ্ছে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫