ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পেল ৩৬৯ ফিলিস্তিনি

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ৩৬ জন ফিলিস্তিনিসহ ৩৬৯ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। হামাসের কাছে থাকা জিম্মিদের মধ্যে তিনজনকে মুক্তির বিনিময়ে তাদের ছেড়ে দিয়েছে ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েল

হামাস পরিচালিত কারা তথ্য কেন্দ্র থেকে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর ছাড়া পাওয়া ৩৬৯ জন ফিলিস্তিনির মধ্যে ৩৩৩ জনকে ধরে নিয়ে যায় ইসরায়েল। বাকি ৩৬ জনকে আগেই আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ এনে যাবজ্জীবন করাদণ্ড দেয় ইসরায়েল। 

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর এবারই সবচেয়ে বেশি কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। 

তিন জিম্মিকে মুক্তি দেয়ার পাশাপাশি তাদেরকে উপহারও দিয়েছে হামাস। এর প্রেক্ষিতে ইসরায়েলি কারাগার থেকে যেসব ফিলিস্তিনিরা মুক্তি পেয়েছেন তাদেরকেও উপহার দেয়া হয়েছে। 

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। এর পর থেকে ছয়বার ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময় হয়েছে। আজ তিনজনসহ এ পর্যন্ত মোট ১৯ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেয়ার কথা হামাসের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh