Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি করতে প্রস্তুত আর্মেনিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ২৩:০৩

আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি করতে প্রস্তুত আর্মেনিয়া

আর্মেনিয়া ও আজারবাইজানের ম্যাপ। ছবি: সংগৃহীত

আজারবাইজানের সঙ্গে দীর্ঘদিনের ধারাবাহিক যুদ্ধ থামাতে শান্তি চুক্তি করতে প্রস্তুত আর্মেনিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে একটি খসড়া শান্তি চুক্তি চূড়ান্ত করা হয়েছে। চুক্তি সই করার জন্য একটি তারিখ এবং স্থান নিয়ে আলোচনা করতে তারা প্রস্তুত।

১৯৮০-এর দশকের শেষের দিক থেকে আর্মেনিয়া ও আজারবাইজান ধারাবাহিক যুদ্ধে লিপ্ত রয়েছে। বিশেষ করে আজারবাইজানের অধীনে থাকা বিরোধপূর্ণ নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে, যেখানে বেশিরভাগ অংশজুড়ে আর্মেনীয় জনগোষ্ঠীর বসবাস ছিল।

২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান জোরপূর্বক কারাবাখ পুনরুদ্ধার করে। এর ফলে অঞ্চলটি থেকে প্রায় ১ লাখ লোক আর্মেনিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়।

উভয় পক্ষই দীর্ঘদিন ধরে বলে আসছে, তারা দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তি সই করতে চায়। কিন্তু চুক্তিটি কেমন হবে, এর বিস্তারিত নিয়ে বছরের পর বছর ধরে তর্ক-বিতর্ক চলে আসছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫