‘ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এবারের স্বাধীনতা দিবস’

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতির মাধ্যমে রুবিও এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি কার্যত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, “এবারের স্বাধীনতা দিবস উদযাপনটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে এমন নির্বাচনের জন্য প্রস্তুত করছে- যা বাংলাদেশের জনগণকে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ দেবে।”

উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে বাংলাদেশের যে যাত্রা- তাতে সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের, এমনটাই বলেছেন রুবিও।

একই সঙ্গে ইন্দো-মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখার আগ্রহ জানিয়ে তিনি বলেন, “আমাদের উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিই আমি পুনর্ব্যক্ত করছি।”

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh