টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে শীঘ্রই জারি হতে যাচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা

যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী ও এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশের আদালতে রবিবারই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

গত সপ্তাহেই দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানী ঢাকার বিচারকদের কাছে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। বিশেষ জজ আদালত তা পরীক্ষা করে দেখবেন।

সেক্ষেত্রে তারা ৪২ বছর বয়সী সাবেক ব্রিটিশ মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ডেইলি মেইল। যেখানে তাকে পলাতক সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হবে।

যদি এমনটা হয়, সাবেক কোনো ব্রিটিশ মন্ত্রীর বা বর্তমান এমপির বিরুদ্ধে এমন পদক্ষেপ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম।

একই দুর্নীতির তদন্তে এর আগে বৃহস্পতিবার আদালত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও টিউলিপ সিদ্দিকির খালা ৭৭ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

শেখ হাসিনার মেয়ে ৫২ বছর বয়সী সায়েমা ওয়াজেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তবে টিউলিপের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদক বলছে, ব্রিটিশ এমপি তার প্রভাব খাটিয়ে খালা শেখ হাসিনাকে বিশেষ আবাসিক এলাকা পুর্বাচলে নিউ টাউন প্রকল্পে নিজের পরিবারের তিন সদস্য মা ৬৯ বছর বয়সী শেখ রেহানা, ভাই ৪৪ বছর বয়সী রাদওয়ান ও বোন ৩৪ বছর বয়সী আজমিরার জন্য তিনটি জমি বরাদ্দ করতে রাজি করান।

তবে সাবেক এই ব্রিটিশ এমপি ও তার পরিবার অভিযোগগুলো অস্বীকার করেছে। এমনকি  তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, তাঁদের বিরুদ্ধে বর্তমান সরকার মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মানহানিকর মামলা দিয়ে যাচ্ছে একের পর এক। যা একপ্রকার অপরাধের সামিল। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh